২০১৫ সালে বাংলাদেশের সকল ক্যাডেট কলেজসমূহে ৭ম শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা


জানুয়ারি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা


ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা আগামী বছরের ২ জানুয়ারি সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবেক্যাডেট কলেজের পরিচালনা পরিষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে ছেলেদের ৯টি এবং মেয়েদের ৩টি মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছেএসব ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবেভর্তির বিস্তারিত তথ্য ও ভর্তি পরীক্ষার সিলেবাস www.cadetcollege.army.mil.bd ওয়েবসাইটের Admission Menu-তে পাওয়া যাবে। 

ওয়েব সাইটে প্রবেশ করুন এখানে


জানুয়ারি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা

শাশা ডেনিমসে ৫ গুণ টাকার আবেদন জমা


প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের কাছ থেকে ৯০৯ কোটি টাকার আবেদন জমা পড়েছেযা উত্তোলনকৃত অর্থের ৫ গুণসিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে বিনিয়োগকারীদের কাছ থেকে ৯০৯ কোটি ৫০ লাখ ৬ হাজার ৮৩৩ টাকার আবেদন জমা পড়েছেযা আবেদনকৃত অর্থের ৫.১৯ গুণএর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ৯০৭ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৮৩৩ টাকার এবং প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ২ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার আবেদন জমা পড়েছে২১ ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী

কোম্পানির আইপিওতে আবেদন গ্রহণ ১৪ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয়েছে ১৮ ডিসেম্বরতবে প্রবাসি বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ আজ ৩০ ডিসেম্বর পর্যন্ত রয়েছে

কোম্পানিটি শেয়ারবাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে ১৭৫ কোটি টাকা উত্তোলন করবেএ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকাশেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে

বিএসইসির ৫২৯তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়

৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫২.৯৫ টাকা

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড

জীর্ণতা সব এই সমাজের



--জাজাফী

প্রতিবাদের ঝড় উঠেছে সবার মূখে একটি দাবী
ঝড়ের তোপে অপরাধী মাছের মত খাচ্ছে খাবি।

রাস্তাগুলো বাপের ভেবে দাপিয়ে যারা চলতো রোজ
ভয় পেয়ে সব পালিয়ে গেছে,এখন তাদের নেইতো খোঁজ।


পালিয়ে গিয়ে না জানি কি ফন্দি আটে সঙ্গোপনে
ভয় পেয়োনা বুকচিতিয়ে দাঁড়াও ন্যায়ের আন্দোলনে।

আসুক তুফান,হোক সুনামী কে তোমারে রুদ্ধ করে
ন্যায্য দাবী আদায় হলে তবেই তুমি ফিরবে ঘরে।


যদি তুমি ভয় পেয়ে যাও জেনে রেখো তুমিই শেষ
যদি তুমি রুখে দাঁড়াও তুমিই তখন বাংলাদেশ।

ভয় কি বন্ধু হাল ছেড়ো না সবাই আছে তোমার পাশে
ঘাতকেরা মুশড়ে পড়ুক,পালিয়ে যাক রুদ্ধশ্বাসে।

এই শহরের অলিগলি কেঁপে উঠুক শ্লোগানে
আমার সোনার বাংলা যেন বেঁজে ওঠে প্রাণে প্রাণে।

ন্যায়ের দাবী,ন্যায্য দাবী এসব দাবী মানতে হবে
উত্তর চাই ভাইয়ের খুনের বিচার আচার করবে কবে?

শোকের মাসে কান্না বুকে হচ্ছি রোজই স্বজন হারা
স্বাধীন দেশে বুক ফুলিয়ে চলছে দেখি ঘাতকেরা।

টুটিচেপে ধরতে হবে ঘাতক দালাল ধান্দাবাজের
সবাই মিলে মুছে দেবো জীর্নতা সব এই সমাজের।

---জাজাফী

সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৪ জন মানুষ মারা যাচ্ছে। এটি আর কোন ভাবেই চলতে দেওয়া যায় না।দৈনিক যুগান্তরে কাজী জেবেলের লেখা পড়ে মনটাই খারাপ হয়ে গেল। এভাবে চলতে থাকলে আমাদের স্বজন হারানো বেদনা প্রতিনিয়ত বাড়তেই থাকবে। এর অবসান চাই।

পঞ্চগড়ে গণিত উৎসব-2015

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গণিত উৎসব চলছে

পঞ্চগড়ে বেলুন উড়িয়ে গণিত উৎসবের উদ্বোধন করছেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। ছবিটি আজ বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তোলা হয়। ছবি: মঈনুল ইসলাম
পঞ্চগড়ে বেলুন উড়িয়ে গণিত উৎসবের উদ্বোধন করছেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। ছবিটি আজ বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তোলা হয়। ছবি: মঈনুল ইসলামশৈত্যপ্রবাহের হিমেল বাতাসের মধ্যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন। এরপর মুহুর্মুহু করতালিতে আকাশে উড়ল রঙিন বেলুন। গণিত উৎসব শুরু হওয়ার কথা ঘোষণা করলেন প্রধান অতিথি। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় পঞ্চগড়ের বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে এভাবেই শুরু হয়েছে গণিত উৎসবের আঞ্চলিক পর্বের অনুষ্ঠান।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে শুরু হওয়া ১৩তম গণিত উৎসবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। প্রথম আলোর সহযোগিতায় আর ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আঞ্চলিক পর্বের এ অনুষ্ঠানে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০-এর বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রাথমিক, নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা অংশ নিচ্ছে প্রতিযোগিতায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাসচিব নজরুল ইসলাম খান জাতীয় পতাকা উত্তোলন করেন। ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জীবধন বর্মণ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা এবং ডাচ-বাংলা ব্যাংকের পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. মোফাজ্জল হোসেন মণ্ডল আন্তর্জাতিক অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় নজরুল ইসলাম খান বলেন, ২০১৭ সালের মধ্যে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের এই খুদে গণিতবিদেরা স্বর্ণপদক ছিনিয়ে আনবে। গণিত ছাড়াও বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ে এ রকম আয়োজন করলে শিক্ষায় গতিশীলতা আসবে।
গণিত উৎসবের এ অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, এটুআই প্রকল্পের জনপ্রে‌ক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামসুল আজম, মকবুলার রহমান সরকারি কলেজের সহকারী অধ্যাপক এহতেশামুল হক প্রমুখ।