তার আগমন এবং প্রস্থানের মাঝে আমি



.............জাজাফী

 
সে প্রথম এসেছিল বসন্ত হয়ে আমাকে রাঙাতে
আমি নিজে যতটা না সে আমাকে রাঙিয়েছে তার চেয়ে বেশি।

ক্রমে ক্রমে সে হয়ে উঠলো শরৎ সন্ধ্যা
আমার জীবনের বেলাভূমি ভরে উঠলো শুভ্র কাশফুলে
ঝিরি ঝিরি হাওয়া মনকে মাতাল করে দিল।

সে প্রথম এসেছিল বসন্ত হয়ে আমাকে রাঙাতে
ক্রমান্বয়ে সে শরৎ এবঙ হেমন্ত হলো
আমার আমিকে নিত্য দিনে অন্য আমিতে ফিরে পেলাম।

শীতের স্নিগ্ধ সকাল হলো
গোধুলীতে হলো পশ্চিম আকাশের সোনালী সূয
সন্ধ্যায় সে আমাকে দিল কোমল জোছনা।

সে প্রথম এসেছিল বসন্ত হয়ে আমাকে রাঙাতে
হঠাৎ সে হয়ে উঠলো উত্তপ্ত গ্রীস্মকাল
চৈত্রের দাবানলের মত আমাকে জ্বালিয়ে দিল
সেই দাবানলের জ্বলন্ত আগুনে আমি পুড়ছি
সে আগুন নেভাতে এগার বছর আমার চোখে বর্ষাধারা।

জাজাফী
এস এম হল
ঢাকা বিশ্ববিদ্যালয়
১৬ অক্টোবর ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank You.