1. আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহন করেছে-
ক। পর্তুগীজ ভাষা হতে
খ। আরবী ভাষা হতে
গ। দেশী ভাষা হতে
ঘ। ওলন্দাজ ভাষা হতে
2. শুদ্ধ বানান কোনটি?
ক। মূমুর্ষু
খ। মুমূর্ষু
গ। মুমুষৃ
ঘ। মুমুর্ষু
3. গুরুচন্ডলী দোষমুক্ত কোনটি?
ক। শবপোড়া
খ। মড়াদাহ
গ। শবদাহ
ঘ। শবমড়া
4. কবর নাটকটির লেখক –
ক। জসীমউদ্দীন
খ। মুনির চৌধুরী
গ। নজরুল ইসলাম
ঘ। দ্বিজেন্দ্রলাল রায়
5. উভয়কূল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
ক। কারো পৌষ মাষ-কারো সর্বনাস
খ। চাল না চুলো-ঢেকি না কুলো
গ। সাপও মরে লাঠি ও না ভাঙ্গে
ঘ। বোঝার উপর শাকের আঁটি
6. শুদ্ধ বাক্য কোনটি?
ক। দুর্বল বসত অনাথিনী বসে পড়ল
খ। দুর্বলতা বসত অনাথিনী বসে পড়ল
গ। দুর্বলা বসত অনাথা বসে পড়ল
ঘ। দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
7. ক্রিয়া পদের মুল অংশকে বলা হয় –
ক। বিভক্তি
খ। ধাতু
গ। প্রত্যয়
ঘ। কৃৎ
8. রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ-
ক। রত্না + কর
খ। রত্ন + কর
গ। রত্না + আকর
ঘ। রত্ন + আকর
9. কোন দ্বিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত করে?
ক। পাকা পাকা আম
খ। ছি ছি কি করছ
গ। নরম নরম হাত
ঘ। উড় উড় মন
10. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
ক। যত গর্জে তত বৃষ্টি হয় না
খ। অধিক সন্যাসীতে গাজন নষ্ট
গ। নাচতে না জানলে উঠান বাকা
ঘ। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়
11. বাংলায় টি, এস, এলিয়টের কবিতার প্রথম অনুবাদক?
ক। রবীন্দ্রনাথ ঠাকুর
খ। বিষ্ণু দে
গ। সুদীন্দ্রনাথ দত্ত
ঘ। বুদ্ধদেব বসু
12. আগ্নিবীণা কাব্য গ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
ক। অগ্রপথিক
খ। বিদ্রোহী
গ। প্রলয়উল্লাস
ঘ। ধুমকেতু
13. শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত –
ক। কবিতার নাম
খ। গল্প সংকোলনের নাম
গ। উপন্যাসের নাম
ঘ। কাব্য সংকোলনের নাম
14. কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়?
ক। তিনিই সমাজের মাথা
খ। মাথা খাটিয়ে কাজ করবে
গ। লজ্জায় মাথা কাটা গেল
ঘ। মাথা নেই তার মাথা ব্যাথা
15. কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক। নিখুত
খ। আনমনা
গ। অবহেলা
ঘ। নিমরাজী
16. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’র রচয়তা-
ক। শামসুর রহমান
খ। আলতাফ মাহমুদ
গ। হাসান হাফিজুর রহমান
ঘ। আবদুল গাফফার চৌধুরী (সঠিক উত্তর)
17. কোনটি তদ্ভব শব্দ?
ক। চাঁদ
খ। সূর্য
গ। নক্ষত্র
ঘ। গগন
18. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
ক। কেশব চন্দ্র সেন
খ। গিরিশ চন্দ্র সেন
গ। মাওলানা মনিরুজ্জামান ইসলামবাদী
ঘ। মাওলানা আকরাম খা
সোনালী ব্যাংক লিখিত পরীক্ষার নির্বাচিত সাজেশন
১০ম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রশ্ন
DPS STS School Tuition Fee
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন