গ্রামীন ফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব

   

বেশ কয়েক বছর ধরে চলছে গ্রামীন ফোন প্রথম আলো আই জিনিয়াস প্রতিযোগিতা। 
প্রতিযোগিতার একটি অংশে আমাদের প্রতিযোগিরা মেতে উঠেছে মোবাইলের মাধ্যমে তথ্য খুজে সেরা হওয়ার লড়াইয়ে।
ছবিঃ যশোর জিলাস্কুল থেকে তোলা

প্রতিযোগিতার মাঠে অপেক্ষারত প্রতিযোগিরা। বিশাল প্যান্ডেলের নিচে ইন্টারনেট উৎসবের টিশার্ট গায়ে ওরা শুধু অপেক্ষাই করছেনা বরং ছক কসছে কিভাবে অন্যকে টপকে বিজয়ী হওয়া যায়।
প্রশ্নউত্তর পর্ব আসতেই পিছন থেকে প্রতিযোগিদের অনেকেই হাত তুললো তারা উত্তর দিতে চায়। সেটা দেখার জন্য অন্যরা তখন পিছন ফিরে তাকালো।

মেতে উঠেছে মোবাইল ইন্টারনেট ব্যাবহার করে কিভাবে খুব দ্রুত তথ্য খুজে বের করা যায় তার প্রতিযোগিতায়

    

এক বন্ধু প্রতিযোগিতার ফাকে ভিডিও করতে ব্যাস্ত। ওদিকে বক্তৃতাও চলছিল। 

 

দেখবো এবার জগৎটাকে লেখা পোস্টারের সামনে তিন প্রতিযোগি। একে অন্যকে যেন বোঝাতে চাচ্ছে দেখিস আজ আমি ফাটিয়ে দেব।

 

এক প্রতিযোগি তার স্মারক ক্যামেরার সামনে ধরে জানান দিচ্ছে দেখ এটাই আমার প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রমান।
 
ভাল ফলাফল করার পর এভাবেই ওরা ওদের উচ্ছ্বাস প্রকাশ করছিল।


কলাকুশলীদের শুভেচ্ছা উপহার প্রদানের দৃশ্য


অপেক্ষারত আইজিনিয়াস হওয়ার লড়াইয়ে নামা প্রতিযোগিদের দল।


ইন্টারনেট উৎসবের একটি স্টল।


পুরস্কার বিতরনী।


ছেলেদের চেয়ে যেন মেয়েদের উপস্থিতিই বেশি ছিল। আর পুরস্কার পাওয়ার দিক থেকেও মেয়েরা বেশ এগিয়ে ছিল।


সার্টিফিকেট হাতে এক বিজয়ী


সার্টিফিকেট নিচ্ছে এক বিজয়ী


উৎসবের শেষ প্রান্তে সব বিজয়ীরা উঠে আসলো মঞ্চে। আর ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠলো। ওদের ছবি তোলা হয়ে গেল।


গ্রামীন ফোন প্রথম আলো আইজিনিয়াস বা ইন্টারনেট উৎসব স্কুল ও কলেজগামী ছেলে মেয়েদের অত্যন্ত প্রিয় একটি উৎসব। বিজয়ী হলে যেমন নাম ও খ্যাতি হবে তেমনি এই উৎসবে অংশ নিয়ে ইন্টারনেট ব্যাবহারের নিয়ম এবং কলাকৌশল জানা যাবে। 

আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু তথ্য উপাত্ত দরকার তার প্রায় সবই আমরা ইন্টারনেটে পেতে পারি। শুধু সঠিক ভাবে সেটা খুজে নিতে হবে। তারই ধারাবাহিকতায় ইন্টারনেট উৎসব হচ্ছে।