জীর্ণতা সব এই সমাজের



--জাজাফী

প্রতিবাদের ঝড় উঠেছে সবার মূখে একটি দাবী
ঝড়ের তোপে অপরাধী মাছের মত খাচ্ছে খাবি।

রাস্তাগুলো বাপের ভেবে দাপিয়ে যারা চলতো রোজ
ভয় পেয়ে সব পালিয়ে গেছে,এখন তাদের নেইতো খোঁজ।


পালিয়ে গিয়ে না জানি কি ফন্দি আটে সঙ্গোপনে
ভয় পেয়োনা বুকচিতিয়ে দাঁড়াও ন্যায়ের আন্দোলনে।

আসুক তুফান,হোক সুনামী কে তোমারে রুদ্ধ করে
ন্যায্য দাবী আদায় হলে তবেই তুমি ফিরবে ঘরে।


যদি তুমি ভয় পেয়ে যাও জেনে রেখো তুমিই শেষ
যদি তুমি রুখে দাঁড়াও তুমিই তখন বাংলাদেশ।

ভয় কি বন্ধু হাল ছেড়ো না সবাই আছে তোমার পাশে
ঘাতকেরা মুশড়ে পড়ুক,পালিয়ে যাক রুদ্ধশ্বাসে।

এই শহরের অলিগলি কেঁপে উঠুক শ্লোগানে
আমার সোনার বাংলা যেন বেঁজে ওঠে প্রাণে প্রাণে।

ন্যায়ের দাবী,ন্যায্য দাবী এসব দাবী মানতে হবে
উত্তর চাই ভাইয়ের খুনের বিচার আচার করবে কবে?

শোকের মাসে কান্না বুকে হচ্ছি রোজই স্বজন হারা
স্বাধীন দেশে বুক ফুলিয়ে চলছে দেখি ঘাতকেরা।

টুটিচেপে ধরতে হবে ঘাতক দালাল ধান্দাবাজের
সবাই মিলে মুছে দেবো জীর্নতা সব এই সমাজের।

---জাজাফী

সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৪ জন মানুষ মারা যাচ্ছে। এটি আর কোন ভাবেই চলতে দেওয়া যায় না।দৈনিক যুগান্তরে কাজী জেবেলের লেখা পড়ে মনটাই খারাপ হয়ে গেল। এভাবে চলতে থাকলে আমাদের স্বজন হারানো বেদনা প্রতিনিয়ত বাড়তেই থাকবে। এর অবসান চাই।

কোন মন্তব্য নেই: