মুক্ত আকাশ এখন যে তার

সকাল থেকে সন্ধ্যাবধি যার ছবিটা দেখি
ভুলেও কভু আমার কথা মনে করে সে কি।

এখন সেতো ব্যস্ত ভীষণ চারদিকে তার সুখ
কেন তবে কোন দুঃখে সে দেখবে আমার মূখ।

আকাশ নীলে তাকিয়ে থাকার সময় যে তার নেই
আকাশটাকেও ছাপিয়ে যাবে হয়তো অচিরেই।

সে তো আমার আকাশ ভরা তারার মাঝে চাঁদ
তার জোছনায় মুগ্ধ আমি পাগল ও উন্মাদ।
......................জাজাফী
২৬ আগষ্ট ২০১৫ রাত ৩.০৯

কোন মন্তব্য নেই: