তোমার চলে যাবার দিন



জাজাফী
...............

তোমার চলে যাবার দিনের কথা এখন আমার বেশ মনে পড়ে
মনে পড়ার মত ছিল বলেই হয়তো ভুলতে পারিনি
যখন আমাদের ভালোবাসা অষ্ট্রপ্রহর পেরোয়নি
মালার দুই প্রান্ত জুড়ে দেয়ার আগেই তুমি হলে উদাসীন
মুরুর বুকে ছায়া হয়ে আসা এক খন্ড মেঘের মতো
তুমিও হঠাৎ উধাও হলে।

যখন এসেছিলে গোলাপী ঠোটের কোণে ছিল হাসির রেখা
চলে যাবার দিনে সেই হাসি আরো দ্যুতিময় হলো
কুয়াশাচ্ছন্ন আর দশটা ভোরের মতো ছিলনা সকাল
তারপরও সেটা আমার চোখে ধোয়াশা ঘেরা।

আর দশটা মানুষের মতো আমিও ভুলে যেতে পারতাম
পাষান হৃদয় আমার কোন কালেও ছিলনা
তাই ভুলে যাবার চেষ্টাও করিনি কখনো
সেই হাসি এখনো আমাকে পুলকিত করে
রোদ বাতাসে মেশা তোমার সে সোনালী চুল
এখনো হৃদয় মুরুর বুকে আনন্দের ঝড় তোলে।

এতো কিছুর পর তোমার চলে যাবার দিনের কথা ভুলি কি করে
তুমি না বলে চলে গেলে তোমার স্বাধীনতা
 চলে যাবার পরও তোমায় মনে রাখা
এক না পাওয়া হৃদয়ে জমে থাকা ভালোবাসা।

২৬ অক্টোবর ২০১২
ফরিদপুর, বাসে বসে।

কোন মন্তব্য নেই: