লোকান্তর




জাজাফী

…………………..
হৃদয়ভরা স্বপ্ন ছিল যে স্বপ্নটা ভেঙে চুরে
স্বপ্নে এসে মায়াবিনী চলে গেছে অচিনপুরে।

হয়তো আমার হৃদয় ভরা পাহাড় সম প্রেমছিলনা
হয়তো আমার মনের মাঝে স্বপ্ন রঙিন ঘরছিলনা।

কেবল ছিল নিরাশা আর ছিন্ন দুটো বকূল মালা
হয়তো আমি সাজাইনিকো তোমার তরে ফুলের ডালা।

তা বলে সেই দিনগুলিকে এমন করে অবহেলে
বিজন পথে একলা ফেলে অচিন পুরে চলে গেলে।

বকূল মালা শুকিয়ে যেত দেইনি তাতে দোষকি বলো
নাহয় মোরা সাজিয়ে নিতাম মনের ছোট্ট স্বপ্নগুলো।

তারও আগে তুমি হঠাৎ কোন আকাশে উড়াল দিলে
যেন খোকার হাতের পিঠা ছো মেরেছে ভূবন চিলে।

ভূবন চিলের কাজই এমন সে দেয় হানা ইচ্ছেমত
স্মৃতি গুলো ছিনিয়ে নিয়ে ফেলে রাখে দারুন ক্ষত।

কারো জীবন এমন করেই হয়তো কাটে অন্ধকারে
যে গেছে সে চলে গেলেও ভুলে থাকা যায়না তারে।

যাবার আগে একটি বারও এই কথাটা ভাবতে যদি
শুকাতোনা অকালে আজ ভালবাসার ছোট্ট নদী।

যেথায় থাকিস শুকতারা তুই যে মেঘ তোরে আড়াল করুক
আমি তোকে রাখবো মনে,তোর ঘরে রোজ সুখ ঝরুক।

কোন মন্তব্য নেই: