...............................................................
সে চলে গেছে বলে আমার কোন দুঃখ নেই
আমার দুঃখ সে এসেছিল বলে
জীবনের নদীতে আমার যে ডিঙ্গি নৌকা বাঁধা ছিল
সে এসে সেটা ভাসিয়ে নিল মাঝ নদীতে
আমি তখন সদ্য নৌকার হাল ধরতে শিখেছি
মাঝ নদীতে আমাকে ফেলে সে চলে গেল।
সে চলে গেছে বলে আমার কোন দুঃখ নেই
যার যাবার সেতো যাবেই তাতে দুঃখ পেয়ে লাভ কী
আমার দুঃখ সে এসেছিল বলে।
আমি তখন শুধু ঝরা বকূল কূড়োতাম
সে এসে মালা গাথা শেখালো,
শুধু শেখালোনা মালার শেষ প্রান্ত জুড়ে দেয়া,
সে চলে গেল। ফেলে যাওয়া অসমাপ্ত মালা ঝরে গেল।
সে চলে গেছে বলে আমার কোন দুঃখ নেই
আমার দুঃখ সে এসেছিল বলে
আমি অন্ধকারে বাদুড়ের মত ঠিকই সব চিনে নিতাম
সে এসে মোমবাতি জ্বালালো
অনভ্যস্ত চোখ যখন সবে মাত্র আলোতে অভ্যস্ত হচ্ছিল
তখন হঠাৎ সে আলো নিভিয়ে গেল
এখন না আলো, না অন্ধকারে আমি।
সে চলে গেছে বলে আমার কোন দুঃখ নেই
আমার দুঃখ সে এসেছিল বলে
যে জীবন ঘাসফড়িংয়ের, সে জীবন সে বদলে দিতে
স্বপ্ন দেখিয়েছিল প্রজাপতির মখমলি পাখার
সে যখন চলে গেল, মাঝ পথে থেমে গেল সব
না পারি সামনে এগোতে না পারি ফিরে যেতে আগের দিনে
তাই দুঃখ আমার সে এসেছিল বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন