খাস তালুকের প্রজা


.........................................
কে ঘটাবে তালুকদারের পতন
হয়তো ভাবছো রসুল পুরের রতন।

রতন এখন পালিয়ে বেড়ায় ভয়ে
তার পিছনে পুলিশ শয়ে শয়ে।

হয়তো ভাবছো রাড়ি খালির খাজা
তার হয়েছে তিন বছরের সাজা।

সেই ভয়ে যে সেও পালিয়ে আছে
মিছিল হলেও নেই সে আগে পাছে।

কে আর হবে প্রতিবাদী ঝান্ডা নিয়ে হাজির
ভয় আছেনা ভীষণ ডান্ডাবাজির।

তালুকদারের ভয়েই জবুথবু
সবাই এখন ভয়েতে আধমরা
যা ঘটছে আগেই ছিল জানা
সব কিছুতো চেয়ারম্যানের করা।

আমজনতা এখন কেন কাঁদো
এখন কেন পালিয়ে থাক ঘরে
একই ভাবে রসুল পুরের রতন
তোমার মতই পালিয়ে গেছে ডরে।

কোন মন্তব্য নেই: