আমাদের দুজনের সেই সব ক্ষণ


....................................................................................................................................................
এসো! ভালোবাসার বৃষ্টিতে ভিজতে এখন আর বাঁধা নেই
এখন আকাশে রূপালী চাঁদ সবটুকু জোছনা ঢেলে দিয়ে
আমন্ত্রণের ডালা সাজিয়ে নাও ভাসিয়েছে প্রেম যমুনায়
বকূলের মালা হয়তো সে তোমায় দিতে পারবেনা
চাপা ফুলের মিষ্টি গন্ধে সে তোমায় ভাসিয়ে দেবে। 


মনে করো একটা নির্ঝরিনীর পাশে তুমি আর আমি
ওপারে আদিগন্ত সবুজ প্রন্তর,আকাশে সফেদ মেঘের ভেলা
এক প্রান্তে সমুদ্রের নীল জলরাশি ছুয়ে ঠায় দাড়ানো পাহাড়
ঝিরিঝিরি বাতাস তোমার চুল নিয়ে খেলায় মেতেছে
সেই খেলার একমাত্র দর্শক আমি।

শুভ্র কাশফুলে ছেয়ে যাওয়া কাশবনে তোমার অবাধ সাতার
হিমেল হাওয়ায় ক্ষণে ক্ষণে কেপে ওঠা তোমার ঠোট
আমার বাহুডোরে বাঁধা তোমার লতানো কোমল হিয়া
দুঃখ নেই,হাতাশাও নেই, নেই ফিরে যাবার ভাবনা
আমরা দুজন,কেবল পৃথিবীর কোমল শোভায়
মিলে মিশে একাকার প্রেমিক যুগল।

এখন সীমাহীন আকাশে ডানা মেলে ধরো
তোমার হাসির ফুলঝুরিতে থমকে দাড়াক পূবোন বাতাস,
বনের পাখি,আকাশের মেঘ,সমুদ্রে পাল তোলা
নৌকা সে হাসির শব্দে থমকে দাড়াক।

আমাদের প্রেম হয়ে উঠুক সোমেশ্বরী নদীর স্বচ্ছ জল
বিরিশিরি থেকে আমরা যখন ফিরবো
আমাদের হৃদয়ে তখন অযুত রহস্যভেদী নির্মল প্রেম।

কোন মন্তব্য নেই: