
................................
,...........#জাজাফী
মাকে তুমি কতটুকু ভালবাসো বলো?
দিনে কয়বার মনে পড়ে মাকে?
মূখে বড় কথা বলো,ফেসবুকে ছবি দাও
উঠতে বসতে সেই তুমি খোটা দাও তাকে।
সবাই মাকে নিয়ে পোষ্ট দেয়,ছবি দেয়
আমার কোন ছবি নেই,থাকলেও আমি দেবনা
তাই বলে আমি মাকে ভালবাসি কম
একবারে ভালবাসিনা তা ভেবো না।
সে মা ! সে না খেয়ে তোমােক খাওয়ায়
তুমি খেয়ে যাও ভাবনা কিছু
বাড়ি থেকে বেরিয়ে যাও,মা চেয়ে থাকে
একবারও ফিরে চাওনা পিছু।
তোমার শহর প্রীতি,গাড়ি, বাড়ি আরো কত কি
সাথে বান্ধবী আড্ডা গান
সেখানে অশিক্ষিত মাকে টেনে আনা
তুমিই ভাবো! যেন সেটা নিজের অপমান।
কাটা চামচে খাচ্ছ তুমি, মুখে হাসি আছে
পাশে বন্ধু বান্ধবী কত জন থাকে
শুধু জাত যাবে ভেবে ভেবে
ওখানে ওদের পাশে রাখা যায়না মাকে।
তুমিই গান করো মায়ের এক ধার দুধের দাম
সেটা নাকি শোধ হবেনা গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দিলে
সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি
মায়ের দূধের ঋণ শোধ করেছ এভাবে সবাই মিলে।
আমি খাই কিংবা অর্ধাহারে থাকি,সাথে থাকে মা
সাথে থাকে তার নিরেট ভালবাসা,সাথে আমিও
আমি মুখে বলি মা ভালবাসি ভালবাসি
মা ডাক আমার কাছে দামীও।
একদিন মা মা বলো,ছবি দিয়ে, কথা বলে জানাও সবারে
তুমি যেন মাকে ছাড়া অসহায় সত্যি
ভিতরে ভিতরে মায়ের জন্য ভালবাসা নেই
ভালাবাসা থাকেনাতো এক রত্তি।
আমি ঢং করি কম,ভালবাসি ভালবাসি বলে
হয়তো করিনা অত আস্ফালন
মা আমাকে যেমন ছোট বেলা থেকে ভালবেসেছে
আমি সেটা স্বযতনে করেছি পালন।
আমার প্রতিটি দিন মাকে দেই,প্রতিটি মিনিট
সেকেন্ড বা ক্ষণ সেতো মার
তবে কেন তাকে ঘটা করে দেব এই একটি দিন
বছরের একটি দিনইকি প্রাপ্য ছিল তার?
..........................................
৭ মে ২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন