কবি সাহিত্যিকদের কবিতায় এ প্লাস যেভাবে উঠে এসেছে।


.....................................................‪#‎জাজাফী‬
=================================
মে মাসের এগার তারিখ দুপুর বেলা অক্ত
ভীড় করেছে স্কুলে আজ এ প্লাসের ভক্ত।
.............................(আল মাহমুদ)।


বন্ধু বান্ধব আজকে আমি দিলাম তোদের ছুটি
এই দেখে যা প্লাস আজ আমার হাতের মুঠি।
..............................(সুকান্ত ভট্রাচার্য)।

আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা
তোমরা এখন সেই বয়সেই এ প্লাস পাও মেলা।
....................................(সুফিয়া কামাল)।

প্রহর শেষে কষ্টে ভরা সেদিন যে মে মাস
রেজাল্ট হলে দেখেছিলাম আমার সর্বনাশ।
...............................(রবীন্দ্রনাথ ঠাকুর)।

এ প্লাস কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর এসএসসিতে নাই।
.................................(কাজী কাদের নেওয়াজ)।

তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবোনা
এ প্লাস চেয়ে সারাদিনমান কারো ধ্যান ভাঙ্গিবনা।
নিশ্চল নিশ্চুপ!
আপনার মত পুড়িব একাকী গন্ধু বিধুর ধুপ।
...............................(কাজী নজরুল ইসলাম)।


আমাদের এ প্লাসটা সোনার সমান
রেজাল্ট খাতায় সেটা পেলে বাচে সম্মান।
..................................(বন্দে আলী মিয়া)।


এ প্লাসের কত দেরী পাঞ্জেরী?
এখনো তোমার রেজাল্টের নাকি দেরি
এখনোকি তুমি এ প্লাস করছো ফেরী?।
..........................(ফররুখ আহমেদ)।

এ প্লাস পাই আর নাই পাই
আজ রেজাল্ট।
...........(সুভাষ মুখোপাধ্যয়)।

মাগো ওরা বলে তোমার ছেলেকে ওরা এ প্লাস পেতে দেবেনা
বলো মা তাই কি হয়?
................................(আবু জাফর ওবায়দুল্লাহ)।

যে সবে নকল করিয়া এ প্লাস পায়নি জানি
সে সবে কেমন প্রশ্ন পেলো নির্ণয় ন জানি।
..................................(আব্দুল হাকিম)।

এ প্লাস তুমি শিক্ষামন্ত্রীর দয়ার উপর ফুল ঝুলানো
এ প্লাস তুমি ছাত্র ছাত্রীর হাত উচু করা ভি চিহ্ন।
........................................(শামছুর রাহমান)।

হে শিক্ষা বোর্ড ভান্ডারে তব বিবিধ রেজাল্ট
তা সবে অবোধ আমি অবহেলা করি
এ প্লাস লোভে মত্ত করিনু প্রশ্ন চুরি।
................................(মাইকেল মধুসুদন দত্ত)।

এ প্লাস নেবে এ প্লাস
হরেক রকম এ প্লাস আছে, এ প্লাস নেবে এ প্লাস।
..............................(হেলাল হাফিজ)।

কেউ এ প্লাস পায়নি,এসএসসি পরীক্ষা দিল কেউ এ প্লাস পায়নি
স্কুলের এক ম্যাডাম বলেছিল,প্রশ্ন পত্র নাও তাহলে এ প্লাস পাবে
ম্যাডাম আর কত প্রশ্ন পত্র নেব আমি,তবেই আমাকে এ প্লাস দেওয়া হবে।
.............................................(সুনীল গঙ্গোপাধ্যয়)

প্রিয় ভাই ও বোনেরা
আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন এবং বুঝেন। আজ এসএসসি পরীক্ষার্থীরা এ প্লাস চায়। পরীক্ষা যখন দিয়েছি পরীক্ষা আরো দেব। তবুও এ প্লাস পেয়েই ছাড়বো ইনশা আল্লাহ।

কোন মন্তব্য নেই: