সাংবাদিকেরা যেভাবে রিপোর্ট লেখে

সবার ভালবাসা পেয়ে একদিন সত্যি সত্যি ধরুন জাজাফী বিখ্যাত হয়ে গেল।তার পর অসাংবাদিকেরা জাজাফীর সাক্ষাতকার নিতে শুরু করলো। চলুন দেখি জাজাফীর ভাবনা গুলো জেনে নিয়ে অসাংবাদিকেরা কি লিখতে পারে সেটা দেখে নিই।
জাজাফীঃ আমি গল্প উপন্যাস লিখতে গিয়ে অনেক সময় বাবা মা বোনকে সময় দিতে পারিনা।
পত্রিকার শিরোনামঃ মা বোনকে সময় দেন না জাজাফী।
জাজাফীঃ মনে হয় মাঝে মাঝে বোনের চেয়ে লেখালেখিকেই বেশি ভালবাসি।
পত্রিকার শিরোনামঃ ভালবাসার মাপকাঠিতে বোন সুমাইয়া মিফরা কে অনেক নিচে ঠাই দিলেন জাজাফী।
জাজাফীঃ উপন্যাস মার্কেট না পেলে চিন্তা করি ছোট গল্প দিয়ে পুষিয়ে দেব।
পত্রিকার শিরোনামঃ ব্যার্থতা নিয়ে ভাবেন না জাজাফী।
জাজাফীঃ এই ব্যর্থতা থেকে শিক্ষা না নিলে উন্নতি সম্ভব হবেনা।
পত্রিকার শিরোনামঃ বাংলা সাহিত্যে উন্নতি সম্ভব নয় সাফ জানিয়ে দিলেন জাজাফী।
জাজাফীঃ আমার প্রিয় লেখক জুলভার্ন।
পত্রিকার শিরোনামঃ বাংলা সাহিত্যকে ঘৃণা করেন জাজাফী।

কোন মন্তব্য নেই: